Produktbeschreibung
ওরা এই পৃথিবীর কেউ নয়' - সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্পগ্রন্থ। ছোট; বড়; মাঝারি নানা দৈর্ঘ্যের নানা স্বাদের গল্প নিয়ে এই সংকলনটি সজ্জিত হয়েছে। বইয়ের প্রথম গল্প - "ওরা এই পৃথিবীর কেউ নয়" - অর্থাৎ নামগল্পের অনুসরণেই পুস্তকের নামকরণ হয়েছে। শিরোনামেই মতোই এখানে বর্ণিত হয়েছে এমন কিছু মানুষের দৈনন্দিন জীবনের আখ্যান; যা আর পাঁচটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাদের মনন; তাদের চিন্তন; তাদের পরিস্থিতি ও সর্বোপরি চরিত্রগুলির সার্বিক বুনটে বারবার তাদের অতিপ্রাকৃত; মহান বা নিদেনপক্ষে সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বে থাকা ব্যক্তিত্ব বলে বোধ হয়। লেখকের এই শিরোনামের যাথার্থ্য প্রতিটি গল্পেই মেলে। এক একটি সুখপাঠ্য; রোমাঞ্চকর; শিহরণ জাগানো গল্পের সঙ্গে স্থান করে নিয়েছে কিছু নিখাদ প্রেমের জয়গান; আদিম মানব-মানবীর প্রেমও। স্বাদের বৈচিত্র্যে; বিষয়ের গাম্ভীর্যে তাই "ওরা এই পৃথিবীর কেউ নয়" একটি অনুপম সুন্দর রচনা।